বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
যশোর সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব আবাদ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের বেজ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্যা, রবিউল ইসলাম, লোকমান হোসেন, মিরাজ মাহমুদ খান, আসমত শরীফ, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন উপস্থিত থেকে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এলাকাবাসী বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে আরও একটি নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন, যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।