
বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আগামী ২৯ রমজান এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭ মার্চ ২০২৫, শুক্রবার বিকাল ৪.০০টায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিলের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া, সুষ্ঠুভাবে ইফতার আয়োজন পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক নির্বাচিত হন শাহাবুদ্দিন আহমেদ। কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আলী জিন্নাহ, প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. শাহাবুদ্দিন গাজী, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ শিহাব উদ্দিন, মো. সালমান এবং মো. ইবরাহীম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন মো. শাহাবুদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন। আলোচনার শেষ পর্যায়ে আয়োজক কমিটির পক্ষ থেকে আগামী ২৯ রমজান অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।