
মুন্না ইসলাম আগুন, দূর্গাপুর প্রতিনিধি:
এগিয়ে চলি শান্তির পথে, বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন”—এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ ১৯৯৮-এর ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মার্চ ২০২৫, ধরমপুর মহাবিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনমেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাচের অন্যতম সদস্য জনাব আরমান কবির সুজন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশবাসীর কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইউনুছ আলী মোল্লা। তিনি বলেন, এখানে উপস্থিত সকল শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, যা তাকে অত্যন্ত আনন্দিত করেছে। এমন মিলনমেলার মাধ্যমে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে এমন আয়োজনের জন্য শুভকামনা জানান।
সভাপতির বক্তব্যে জনাব আরমান কবির সুজন জানান, এটি মূলত ঈদের পরের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক আয়োজন। তিনি বলেন, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই যেন বন্ধুত্বের বন্ধন অটুট রেখে একসঙ্গে এগিয়ে যেতে পারে, এটাই তাদের মূল লক্ষ্য। একইসঙ্গে তিনি ১৯৯৮ ব্যাচের সকলের সুস্থতা ও সফলতা কামনা করেন।
আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।