জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় ইসলামপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির জনাব রাশেদুজ্জামান রাশেদ, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মূসা।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন,
"ভবিষ্যতে একটি নিরপেক্ষ নির্বাচন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা জরুরি। জনগণের অধিকার রক্ষায় এবং জুলুম-অন্যায় থেকে মুক্তি পেতে এ সরকারের আমলে যথাযথ সংস্কার প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।