
হুমায়ুন কবির, (কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার ছোট রায় গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, উৎসের নাকের পলিপাস অপারেশনের জন্য তার পরিবার গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শহরের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারে তাকে ভর্তি করায়। সেখানে শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম অপারেশন সম্পন্ন করেন। তবে অপারেশনের পর সকাল ১০টার দিকে উৎসের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জ্জি জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছিল, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহিদুল ইসলাম হাওলাদার) জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।