
রাজগঞ্জ প্রতিনিধি:
মনিরামপুরে একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ই মার্চ (বৃহস্পতিবার) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ডিপোর ব্যবস্থাপক (৫০) গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দগ্ধ ব্যবস্থাপককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।