
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে এনাম গাজী (৩০) নামের এক যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত এনাম উপজেলার একতার পুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে ও নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টায় নওয়াপাড়া কাঁচা বাজারে বাজার করতে আসে এনাম। এসময় একদল দূর্বৃত্ত এনামকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় এনাম মাটিতে লুটিয়ে পরলে সন্ত্রাসীরা।
তার ডান পায়ের রগ (লিগামিন) কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।