
সাইবুর রহমান সুমন, শার্শা:
যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৫ লক্ষ ৬৩ হাজার ৬৮০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়নের টহল দল শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও ব্যাটালিয়ন সদর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পিপি পলিথিন, একটি ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে সফলতা অর্জন করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।