মোংলায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে চার ব্যবসায়ীকে ১৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের ফল বাজার এলাকায় পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করা ও পণ্য মজুত না রাখার বিষয়ে সতর্ক করা হয়। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে পৌর শহরের চৌধুরী মোড় এলাকার ফল বিক্রেতা মো. বায়জিদ হাওলাদারকে ৩ হাজার টাকা, মো. বাদশাকে ১০ হাজার টাকা, মো. শিপনকে ১৫০০ টাকা এবং মো. শাহাজানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।