স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অপরাধ দমন ও প্রতিরোধের লক্ষ্যে ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমদ সভাপতিত্ব করেন এবং বিট অফিসার এসআই মোকসেদ পিপিএম সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভায় বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা মিরপুর এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা বলেন, মিরপুর বাজার বাহুবলের গুরুত্বপূর্ণ স্থান এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখানে মানুষের ভিড় বাড়বে। তাই, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যেন সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হয়।
ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
"বাহুবলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিরপুর এলাকায় কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। আগামী ২০ মার্চের মধ্যে মিরপুরের সব ধরনের অপরাধ বন্ধ করা হবে। বাহুবলকে শান্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।"
আইনশৃঙ্খলা বাহিনীর এ কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা পুলিশের পাশে থাকার আশ্বাস দেন।