
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) আয়োজিত “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-এ-বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার এবং ব্রিটিশ গ্রাজুয়েশন কলেজ রোক্ল পোল্যান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. হুসাইন আলম।
অনুষ্ঠানে সাংবাদিকতা, রক্তযোদ্ধা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি স্বরূপ কেশবপুর নিউজ ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন-কে “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” সম্মাননা প্রদান করা হয়।
এসময় সারা দেশ থেকে আগত শত শত সাংবাদিকের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে সহায়তা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা খাতে ভূমিকা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের এই সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিকদের সম্মাননার পাশাপাশি ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স সংগঠনকে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গণমাধ্যম, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিএমএসএস প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ-কে “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা” প্রদান করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, হুমকি, চিকিৎসা ও রক্তের প্রয়োজনে সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সংগঠন নিবেদিতভাবে কাজ করছে।
গত চার বছর আমরা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করেছি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই পরিশ্রমের স্বীকৃতি পেলাম। সারাদেশের সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠানটি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি।