
মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার স্থিতিশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষার্থে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ভোক্তা প্রতিনিধিরা।
সভায় ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ইউএনও ফয়সাল আহমেদ ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল না মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করার নির্দেশনা দেন। সেইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের উচিত সীমিত লাভ রেখে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা, যাতে রমজান মাসে সবাই সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে।