মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার সংলগ্ন মণ্ডল পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে।
শনিবার (১ মার্চ) বেলা ১টার দিকে হতদরিদ্র বিপুল বিশ্বাস, মোঃ পিকুল বিশ্বাস ও মোঃ ইদ্রিস আলী বিশ্বাসের বাড়িতে আগুন লাগে। সরেজমিনে জানা গেছে, বিপুল বিশ্বাসের গোয়ালঘরের বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে পাশাপাশি থাকা তিনটি বসতঘর, একটি গোয়ালঘর, আসবাবপত্র, তিনটি গরু, হাঁস, মুরগি, কবুতর ও খরগোশ পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান জাহাঙ্গীর জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে গরু বাবদ ক্ষতি প্রায় ২ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে এবং তারা সহায়তার জন্য সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।