Friday, September 19, 2025

সাজেক অ’গ্নিকা’ণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Date:

Share post:

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে সরকার। ব্যবসায়ীরা যাতে পুনরায় ব্যবসায় ফিরতে পারেন, সে জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

বুধবার বিকেলে সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান ও বৈশালী চাকমা, এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

গত সোমবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ মোট ৯৪টি স্থাপনা পুড়ে যায়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অগ্নিকাণ্ডে ৩২টি রিসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান ও ৭টি রেস্টুরেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া বসতগুলোর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি এবং লুসাই জনগোষ্ঠীর বাকি ১৬টি বসতবাড়ি ছিল।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, এই অগ্নিকাণ্ডে সাজেকের পর্যটনখাত এবং স্থানীয় জনগোষ্ঠী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। সরকারের সহযোগিতা পেলে তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আমরা বর্তমানে চ্যালেঞ্জিং সময়ে আছি – ডিসি আজহারুল ইসলাম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  সমাজে ফিতনা, ফেসাত তৈরি করা মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ! ‎কর্মজীবনে যশোরে আসাটাও আমি মনে করি একটা...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তা/রণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তার/ণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

সাম্রাজ্যবাদ বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনের সাথে যৌথ সামরিক মহড়া,করিডোর, বন্দর, সমুদ্র, সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া, অর্থনীতি শিল্প,কৃষি উৎপাদন মার্কিন নির্ভর...