
রংপুর প্রতিনিধি:
সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, রংপুর জেলা।
২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, রংপুর জেলার সংগঠক এডভোকেট কামরুন্নাহার খানম শিখা। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর, সদস্য জয় বাসফোর, খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাজশাহী গামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা এবং রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার উল্লেখ করে তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থীকে অভিযোগ জানানোর সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা অবিলম্বে সারাদেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।