
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালীগঞ্জ থানা আমির আব্দুল হক মোল্লার নেতৃত্বে র্যালিটি শহরের নিমতলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এসে শেষ হয়।
প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র্যালিটি এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাহে রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় সকল মুসলমানকে যথাযথভাবে রোজা ও ইবাদত পালনের আহ্বান জানানো হয়।



