
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তারা আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে নেতাকর্মীরা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুর এবং নড়াগাতি এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক মেহেদী হাসান ও সাবরিনা চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন না পাওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, নড়াগাতি থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ এবং কালিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টুকু শেখ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।