Sunday, August 3, 2025

সখিপুরে প্রাকৃতিক বন পুনরুদ্ধার বিষয়ে আলোচনা সভা বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

Share post:

বুলবুল হোসেন:

পরিবেশবাদী সংগঠন “সবুজ পৃথিবী” তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে সখিপুর উপজেলা শাখার উদ্যোগে প্রাকৃতিক বন পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বড়চওনা লিসবন স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী সখিপুর শাখার সভাপতি, গীতিকার আতিকুর রহমান তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন এম.এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রকৌশলী ও বড়চওনা প্রবীণ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা শাহজালাল চৌধুরী বেলার, কচুয়া বন বিভাগের বিট কর্মকর্তা মো. আজিজুল হক, কবি শাহ আলম সানি, পরিবেশ গবেষক মো. আউয়ালসহ আরও অনেকে।

বক্তারা সখিপুরের প্রাকৃতিক বন পুনরুদ্ধার এবং সামাজিক বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ জানান, আগামী মে মাস থেকে একযুগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে।

প্রধান অতিথি লায়ন এম.এ রশিদ বলেন, শুধুমাত্র বন সংরক্ষণ করলেই হবে না, বরং প্রাকৃতিক বনের ভেতরে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এতে পশু-পাখির জন্য নতুন আবাসস্থল তৈরি হবে এবং তাদের খাদ্যসংকট দূর হবে। তিনি আরও বলেন, সবুজ প্রকৃতিই মানুষের মঙ্গল বয়ে আনে, তাই আমাদের উচিত প্রকৃতিকে সুরক্ষা দেওয়া।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে বড়চওনা বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বক্তারা সবাই আগামীর প্রজন্মের জন্য সবুজে ভরা একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...

দুর্গাপুরে প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ ওসির সা’হসী ভূমিকায় গ্রে’প্তার ১

মুন্না ইসলাম আগুন (দূর্গাপুর) রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী...