
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কৃতি সন্তান সবুজ সুলতানের প্রথম কাব্যগ্রন্থ ‘শহরজুড়ে তোমার মায়া’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী, প্রকাশক মোশাররফ হোসেন নীলয়। বইটির প্রচ্ছদ করেছেন আভা তাজনোভা ইরা এবং নামলিপি করেছেন ফারহান শিব্বির।
অমর একুশে বইমেলা-২০২৫-এ সোহরাওয়ার্দী উদ্যানে ৭৭৩ ও ৭৭৪ নম্বর স্টলে এবং খুলনা বইমেলায় বাক আবৃত্তি অনুশীলন চক্র স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। এছাড়াও, অনলাইনে রকমারি ডটকম, বুকলেট ডটকম ও আমার বই ডটকম থেকে সহজেই অর্ডার করা যাচ্ছে। হার্ডকভার বইটির মূল্য ২৪০ টাকা।
লেখক সবুজ সুলতান জানান, “স্কুলজীবন থেকেই শখের বসে লেখালেখি করি। বিভিন্ন সময়ে বেশ কিছু কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যা লেখালেখির প্রতি আমার আগ্রহ বাড়িয়ে দেয়। ভালোবাসা ও জীবনঘনিষ্ঠ অনুভূতির কিছু নির্বাচিত কবিতা দিয়ে বইটি সাজিয়েছি। আশা করি, পাঠকরা তাদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন কবিতাগুলোতে।”