Wednesday, October 15, 2025

রৌমারীতে রিভার প্রকল্পের আওতায় স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Date:

Share post:

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“বিপদ, বিপদাপন্নতা, সক্ষমতা নির্ণয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রিভার প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “রিভার” প্রকল্পের আওতায় সারা দেশের দুর্যোগপ্রবণ ১৪টি জেলায় ৫০০টি স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট বহুমুখী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি শিক্ষার্থীদের পাঠদান এবং দুর্যোগের সময় বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

এই অবহিতকরণ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, মুক্তিযোদ্ধাসহ ৪৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল হাসেম, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া, ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, বিদ্যালয়ের জমিদাতা মোঃ আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন ও শাহনাজ খাতুন।

সভায় বক্তারা রিভার প্রকল্পের সফল বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাসেম বলেন, “রিভার প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় পাবে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে। তাই সবাইকে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।”

উপজেলা এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “দুর্যোগে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কমানোর লক্ষ্যে রিভার প্রকল্প কাজ করছে। এই উদ্যোগ সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখ্য, রিভার প্রকল্পের আওতায় রৌমারী উপজেলায় ১০টি ও রাজিবপুর উপজেলায় ১টি স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের জনগণ প্রাকৃতিক দুর্যোগ থেকে আরও নিরাপদ থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষে শুরু...

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বুলবুল হোসেন: টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর)...

বগুড়া পৌরসভা বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

রিপন বগুড়া প্রতিনিধি: বুধবার সকালে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত...

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...