Friday, September 19, 2025

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি, সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় নূর মোহাম্মদ নগর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে।

পরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী। আরও বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সন্তান মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার প্রমুখ।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আমরা বর্তমানে চ্যালেঞ্জিং সময়ে আছি – ডিসি আজহারুল ইসলাম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  সমাজে ফিতনা, ফেসাত তৈরি করা মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ! ‎কর্মজীবনে যশোরে আসাটাও আমি মনে করি একটা...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তা/রণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তার/ণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

সাম্রাজ্যবাদ বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনের সাথে যৌথ সামরিক মহড়া,করিডোর, বন্দর, সমুদ্র, সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া, অর্থনীতি শিল্প,কৃষি উৎপাদন মার্কিন নির্ভর...