
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় মাধাইনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি শরিফ আহমেদ। অভিযোগে তিনি জানান, রবিবার বিকালে মাধাইনগর ইউনিয়নের ভূমি অফিসের পাশের ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে বলে জানতে পেরে তিনি তার সহকর্মী ‘দৈনিক ঢাকা প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিউজ সংগ্রহ করতে যান।
পুকুর খনন বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহমেদের কাছে জানতে চাওয়ার পর তিনি অশালীন আচরণ শুরু করেন। সাংবাদিক সাব্বির মির্জা ভিডিও ধারণ করলে সেলিম আহমেদ আরও রেগে গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এলাকাবাসীর অভিযোগ, সেলিম আহমেদ মোটা অংকের টাকার বিনিময়ে ফসলী জমিতে পুকুর খননের মৌখিক অনুমতি দিয়েছেন। এজন্য সাংবাদিকদের পুকুর খনন নিয়ে কথা বললেই তারা হুমকি-ধামকি ও অশালীন আচরণের শিকার হন। সেলিম আহমেদ সাংবাদিকদের বলেন, “পুকুর খননের কথা আমাকে না বলে ইউএনও মহোদয়ের কাছে বলো।”
এ ব্যাপারে অভিযুক্ত সেলিম আহমেদ জানান, তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেননি। তবে সাক্ষাৎ করতে গেলে তাকে ইউএনও’র অনুমতি নিতে বলা হয়েছিল।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, তিনি বর্তমানে রাজশাহীতে মিটিংয়ে আছেন এবং বিষয়টি পরে আলোচনা করবেন বলে ফোন কেটে দেন।