
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্কুলপড়ুয়া সন্তানদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার জন্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পরিপাটি পোশাক পরে, চুল-নখ কেটে বিদ্যালয়ে আসার নির্দেশনা দেন তিনি।
২৪ ফেব্রুয়ারি (সোমবার) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, স্কুলের আইন ভঙ্গ করলে প্রথমে সতর্ক করা হবে, পুনরায় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের আইনের আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী মোবাইল নিয়ে বিদ্যালয়ে আসে, তাহলে তার ব্যাগ চেক করে ফোনটি জমা রাখতে হবে, যা পরে অভিভাবকরা এসে নিয়ে যেতে পারবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকরা পরামর্শমূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধভাবে বিদ্যালয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয়।