Wednesday, July 2, 2025

স্কুলপড়ুয়া সন্তানদের মোবাইল ও মোটরসাইকেল না দেওয়ার পরামর্শ নড়াইল জেলা প্রশাসকের

Date:

Share post:

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্কুলপড়ুয়া সন্তানদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার জন্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পরিপাটি পোশাক পরে, চুল-নখ কেটে বিদ্যালয়ে আসার নির্দেশনা দেন তিনি।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, স্কুলের আইন ভঙ্গ করলে প্রথমে সতর্ক করা হবে, পুনরায় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের আইনের আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী মোবাইল নিয়ে বিদ্যালয়ে আসে, তাহলে তার ব্যাগ চেক করে ফোনটি জমা রাখতে হবে, যা পরে অভিভাবকরা এসে নিয়ে যেতে পারবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকরা পরামর্শমূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধভাবে বিদ্যালয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...

নড়াইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার)...