
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোফাজ্জেল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান প্রমুখ।
বক্তারা স্থানীয় সরকারের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় ২০০৯ সালে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।