
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ :
দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাটিকুমরুল গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. জুয়েল রানা।
এসময় শিক্ষার্থীরা “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন”, “আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “ছিনতাইকারীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে”—এই ধরনের স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, অথচ ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হচ্ছে না। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান এবং প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, যদি প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে না পারে, তবে সেই দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত।