
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
জলবায়ু সহিষ্ণু ও কার্যকর কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই সফরে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন। সোনার বাংলা ফাউন্ডেশন, জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও নিয়ামতপুর ইউনিয়নের কৃষকদের নিয়ে এই আয়োজন করা হয়।
সফরের অংশ হিসেবে কৃষকরা মহেশ্বরচঁাদা গ্রামের কৃষক আব্দুল মজিদের আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ প্রদান ও এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ পরিদর্শন করেন। এরপর ত্রিলোচনপুর গ্রামের সফল ফুলচাষি ও উদ্যোক্তা টিপু সুলতানের ফুল ক্ষেত ঘুরে দেখে ফুল চাষ সম্পর্কে অভিজ্ঞতা নেন।
পরবর্তীতে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ২১ জন কৃষকের সমন্বয়ে স্থাপিত আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ ব্যবস্থা ও এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ পর্যবেক্ষণ করেন।
এই সফরে সোনার বাংলা ফাউন্ডেশনের