মোঃ ওয়াজেদ আলী, স্টাফ :
যশোরের সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব প্রবীর মিত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা পাল, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, সচেতন অভিভাবক সদস্য মশিউর আজম, ভাড়পাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ডাঃ রেজাউল করিম ও আমিনুর ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিনজিরা খাতুন, শ্রাবণী বিশ্বাস, অনন্যা উর্মি সাহা ও শান্তা ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
অনুষ্ঠান শেষে সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর মিত্র ও উপস্থিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।