
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুইটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রথমে বারোবাজার ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবস্থিত জে কে ব্রিকস ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং পরে রাখালগাছি ইউনিয়নের চাঁদপুর এলাকায় কোহিনুর ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকার কারণে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রবিউল ইসলাম, কালীগঞ্জ থানার এসআই শামীমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।