
রাকিব রাফসান, নিজস্ব প্রতিবেদক:
যশোরের চাচড়া এলাকায় অবস্থিত শিব মন্দিরটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা। বহু বছর ধরে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের কাছে পূজার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
মন্দিরটির স্থাপত্যশৈলী চমৎকার এবং এতে দেখা যায় পুরনো যুগের কারুকার্য ও নির্মাণশৈলীর ছাপ। স্থানীয়দের মতে, মন্দিরটি শতাধিক বছর আগে নির্মিত হয়েছিল এবং এটি ঐতিহ্যবাহী শৈব ধর্মের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রতি বছর মহাশিবরাত্রি ও অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসবে এখানে ভক্তদের ঢল নামে।
তবে বর্তমানে সংরক্ষণের অভাবে মন্দিরটির কিছু অংশ নষ্ট হতে বসেছে। স্থানীয়রা সরকারি উদ্যোগে এর সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে।