
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রের সদস্যরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, তিনি তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে ঘরে তালা দিয়ে কিছুক্ষণের জন্য পুরানো বাড়িতে যান। ফিরে এসে দেখেন, ঘরের তিনটি তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, চোরচক্রের সদস্যরা ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের শনাক্ত ও ধরতে পুলিশের অভিযান চলছে।