
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে দিপকের মিষ্টির হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় দোকান মালিকদের প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, মিষ্টির দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। প্রাথমিক হিসাবে আনুমানিক ক্ষতির পরিমাণ ১২ লাখ ৭০ হাজার টাকা।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।