ব্যুরো চীফ, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা বি আর ডি বি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মালেক, আর সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম চৌধুরী, যিনি গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন, সাবেক মেয়র, নওহাট্টা পৌরসভা ও পি এ ডি এন, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসুরুর রহমান, বিভাগীয় পরিচালক, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, রাজশাহী, ড. মোঃ ওবায়দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক, রাজশাহী জেলা, মোঃ শহিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র, এবং মোঃ খায়রুল ইসলাম, সদস্য, পি এফ জি। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সকল শ্রেণির মানুষের একসঙ্গে কাজ করা প্রয়োজন। একতা ও বোঝাপড়ার মাধ্যমে সামাজিক উন্নয়ন সম্ভব এবং তা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানটি সামাজিক সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজেদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।