
মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে নবনির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। প্রায় ৯০ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
ভবনের বাহ্যিক সৌন্দর্য, কিন্তু ভেতরে ফাটল
তাড়াশ উপজেলার উপর সিলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি দুইতলা বিশিষ্ট এবং দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। ভবনের গায়ে কালো কালিতে লেখা রয়েছে বিদ্যালয়ের নাম। তবে ভবনের ভেতরে ছাদ, পিলার ও দেয়ালে স্পষ্ট ফাটল দেখা গেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ করেছেন, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজ চলাকালীন বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করে কাজ শেষ করা হয়। ফলে ভবন বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থী ও শিক্ষকদের আতঙ্ক
ফাটলের খবর ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন, খাদিজা খাতুন, রিফা খাতুন ও সাকিবুল হাসান বলেন, “আমাদের নতুন স্কুল ভেঙে যাচ্ছে। এখানে ক্লাস করতে ভয় লাগবে।”
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন জানান, প্রধান শিক্ষক বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এবং লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, ভবনের ঠিকাদার অলক হাসান ফাটল মেরামতের আশ্বাস দিয়েছেন। তবে ঠিকাদার অলক হাসান জানিয়েছেন, তিনি ঢাকায় রয়েছেন এবং ফেরার পর মেরামতের ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, “নতুন ভবনে ফাটলের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, ভবন নির্মাণে দুর্নীতি বা গাফিলতির বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।