
স্বীকৃতি বিশ্বাস, যশোর:
সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি ও উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
বক্তব্য ও আহ্বান
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি আহমেদ, ফাইয়াজ আহমেদ, আসিফ সোহান, আশালতা, আসমা ইসলাম, ফারহানা হোসেন অরণ্য, ফারহানা ইয়াসমিন মেঘলা, সুমাইয়া তাবাসসুম খান, খাতুন, ঊষা রাশেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সারাদেশে চলমান ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি ও উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদী রাজনীতি রুখতে হবে। শিক্ষাঙ্গনে বিরাজনীতিকরণের নামে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, শাসকশ্রেণির অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে কোনো পক্ষের হাতিয়ার হওয়া যাবে না। বরং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য বিপ্লবী রাজনীতিতে সজ্জিত হয়ে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।