Sunday, February 23, 2025

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তারেক রহমান

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোর:

যশোর জেলা বিএনপির সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তিনি বলেন, বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের ঘোষণা দিয়েছে এবং ৩১ দফা কর্মসূচি প্রকাশ করেছে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি। তারা এখন পলাতক থাকলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দাবিদাওয়া উসিলায় তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দিতে পারি না। বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজতে হবে। আমাদের মূল কাজ হলো দেশকে পুনর্গঠন করা। বিএনপি ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য ৩১ দফা রূপরেখা দিয়েছে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কৃষির জন্য পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী, কেশবপুর পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, যশোর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হালিম চঞ্চল, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

সম্মেলনে নেতারা একাত্মতা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল...

শার্শায় বিজিবি’র অভিযানে ১কোটি ৫৭ লক্ষ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-২

সাইবুর রহমান সুমন,শার্শা প্রতিনিধিঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে ০২জন আসামীসহ ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ...

সিলেটে সাহিত্য-সংস্কৃতি কর্মীদের মানববন্ধন

আবদুল কাদির জীবন, সিলেট: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের...

শার্শায় বিজিবি’র অ’ভিযানে ১কোটি ৫৭ লক্ষ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আ’টক-২

সাইবুর রহমান সুমন, শার্শা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে ০২জন আসামীসহ ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ...