Tuesday, October 14, 2025

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির গোপন নির্বাচন ফাঁ’স ভোটাররা জানেনই না ভোটের খবর

Date:

Share post:

কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কয়েকজন প্রার্থী ছাড়া অধিকাংশ সদস্য জানেনই না কবে, কখন বা কীভাবে ভোট হবে। গোপনে আয়োজিত এই নির্বাচন নিয়ে জানাজানি হওয়ায় সেটি এখন টক অব দ্য টাউন। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে উঠে এসেছে, এই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে, ফলে এটি বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। অথচ সংগঠনের ৪৩ জন সদস্যের মধ্যে অন্তত ৩০ জন জানিয়েছেন, তারা নির্বাচনের ব্যাপারে কিছুই জানেন না। শহরের ফয়লা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর বজলুর রশিদ নান্নু, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খা ও সাকলায়েন মুরাদসহ অনেকেই বলেছেন, এজিএম (বার্ষিক সাধারণ সভা) হয়নি এবং তারা নির্বাচন সম্পর্কে কোনো নোটিশ পাননি। এখন সাংবাদিকদের মাধ্যমে শুনছেন, নির্বাচন হচ্ছে, কিন্তু কোনো নিয়মকানুন না মেনে কীভাবে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে, সেটি তাদের বোধগম্য হচ্ছে না।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারি কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, সেটি সংগঠনের নোটিশ বোর্ড ও উপজেলা সমাজসেবা অফিসের নোটিশ বোর্ডে টাঙানোর কথা ছিল। কিন্তু ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মনোনয়নপত্র বিক্রির দিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে কোনো নোটিশ বোর্ড নেই এবং নির্বাচন সংশ্লিষ্ট কাউকেও পাওয়া যাচ্ছে না।

নির্বাচন পরিচালনার জন্য কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামসহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, এই নির্বাচন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। বাস্তবে নির্বাচন আয়োজনের কোনো স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। নির্বাচনের জন্য মোট ১৫টি পদ ছিল, কিন্তু এর মধ্যে মাত্র ৪টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন মনোনয়নপত্র নিয়েছেন। বাকি ১১টি পদে কোনো মনোনয়নপত্রই জমা পড়েনি।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য ও কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, “সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আমাদের তালিকা দিয়ে নির্বাচন আয়োজনের অনুরোধ করেছিলেন। আমি একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি। কিন্তু সংগঠনটি কীভাবে এজিএম করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, তা আমার জানা নেই।”

তিনি আরও বলেন, অনিয়ম ও জটিলতার কারণে এই নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিন থাকায় রোববার (২৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন বন্ধের ঘোষণা দেওয়া হবে।

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির এই গোপন নির্বাচন নিয়ে সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...