মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় দেশব্যাপী চলমান "অপারেশন ডেভিল হান্ট"-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গরুর হাট সংলগ্ন সরকারি জমিতে ২০-২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের টহল দল ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়, তবে তারা দুইটি পাইপগান, দুটি পাইপগানের ব্যারেল, একটি নসিমন গাড়ি, দুইটি করাত, একটি কুড়াল, চারটি গাছ কাটার দা, চারটি রিংরেঞ্জ ও দুইটি গাছের লগ ফেলে রেখে যায়।
অভিযানে উদ্ধারকৃত পাইপগানসহ সকল সরঞ্জাম শ্রীপুর থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ ইদ্রিস আলী)। তিনি আরও জানান, এই ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।