
মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ১৬ বছর পর বিএনপি নেতাকর্মীরা উন্মুক্তভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে নেতাকর্মীরা একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে একটি প্রভাতফেরি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি ইলিয়ট ব্রিজের পূর্বপাশে অবস্থিত ৫২’র পরবর্তী প্রথম শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে এবং তাঁদের আত্মত্যাগ স্মরণ করে।
দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির প্রভাতফেরি কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে সংস্কৃতির প্রতি দলটির গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। র্যালিতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল।
দীর্ঘদিনের বাধার অভিযোগ বিএনপির
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার কারণে পুলিশের হয়রানির শিকার হওয়ায় প্রকাশ্যে থাকতে পারেননি। ভাষা দিবসের আগের দিন পুলিশ, ডিবি ও র্যাব নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালাতো, ফলে অনেকেই পালিয়ে বেড়াতেন। চুপিসারে কিছু নেতাকর্মী শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতেন।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, “১৬ বছর পর আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। উন্মুক্ত পরিবেশে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা ভাষা শহীদদের স্মরণ করছি এবং শুদ্ধ মাতৃভাষা সংরক্ষণের অঙ্গীকার করছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “গত ১৬ বছর মামলা ও দমন-পীড়নের কারণে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানো সম্ভব হয়নি। এবার মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসনে বাংলাদেশের মানুষ বন্দি ছিল। আজ আমরা মুক্ত বাতাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত।
বিএনপির এই কর্মসূচি জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।