
কলকাতা নিজস্ব সংবাদদাতা (মনোয়ার ইমাম):
বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে, গতকাল থেকেই মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে।
মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে মাঝে মাঝে বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
এদিকে, দার্জিলিঙের পার্বত্য এলাকায় শীতের রাতে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়ও মাঝেমধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকতে পারে।