
স্বীকৃতি বিশ্বাস, যশোর:
যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে লুট হওয়া বিপুল পরিমাণ মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৭টি ইজিবাইকের ব্যাটারি, দুটি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার এবং ট্রাক ও মিনি ট্রাকের টায়ার।
সম্প্রতি যশোরের নতুন উপশহরে “গোল্ডেন বাইক” নামে একটি ইজিবাইকের শোরুমে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল শোরুমের তালা কেটে ও গ্রিল ভেঙে ট্রাকভর্তি ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে একই চক্র যশোরের একটি টায়ারের দোকান ও একটি গ্যাসের দোকানে ডাকাতি করে মূল্যবান মালামাল লুট করেছিল। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি টহল জোরদার করা হয়। পরবর্তীতে, ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
প্রায় এক সপ্তাহ ধরে চলা অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের হিরা রহমান ও বিজয় হোসেন, মাদারীপুরের আলমগীর হোসেন, ঢাকার রবিন মোল্যা, মুন্সিগঞ্জের নজরুল ইসলাম, যশোরের আমির হোসেন, নরসিংদীর রাকিব, নারায়ণগঞ্জের সোহেল, মুন্সিগঞ্জের জাহিদ ও আলমগীর শেখ, শরীয়তপুরের ইউনুছ, মুন্সিগঞ্জের বাবলু রহমান, নোয়াখালীর নিজাম উদ্দিন এবং মাদারীপুরের জুয়েল মাতুব্বর।
বুধবার বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এই ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই অভিযানের মাধ্যমে যশোর জেলা পুলিশের সফলতা আরও একবার প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।