
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ব্র্যাক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্রঋণ ও ক্ষমতায়নের পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সংস্থাটি।
এই ধারাবাহিকতায়, বুধবার ব্র্যাক ইন্টারন্যাশনালের একটি পর্যবেক্ষক দল যশোর সদর উপজেলার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত মৌলি কেয়ার বিউটি পার্লার ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সফট স্কিল প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্র্যাক ইন্টারন্যাশনালের কান্ট্রি লিড (ইথিওপিয়া) এন্ডেজেনা আশেনাফি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হ্যারল্ড মাওয়ালুদা, কেনিয়ার আঞ্চলিক পরিচালক আনা মুত্তা, আফ্রিকার আঞ্চলিক পরিচালক, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মাহবুব মান্নান, সহযোগী পরিচালক মার্ক ডিগেন হার্ট (আমেরিকা), চিফ অফ স্টাফ অর্ণব গুপ্ত (BIHBV), তানজানিয়ার কান্ট্রি ডিরেক্টর জুভেন লিয়াস এবং মোহাম্মদ মোখলেসুর রহমান (ফ্যাসিলিটেটর, আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম)।
এছাড়া, স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা সমন্বয়ক মোঃ আলমাসুর রহমান, জেলা ব্যবস্থাপক শেখ সোবহান, সেক্টর স্পেশালিস্ট পারভিন আক্তার, কর্মসূচি সংগঠক কামরুল ইসলাম এবং পিয়ার লিডার শিরিনা আক্তারসহ অন্যান্যরা।
পরিদর্শন শেষে বিদেশি পর্যবেক্ষক দল ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।