
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ ও ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমদাবাদ কলেজের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক আরিফুর রহমান। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ফন্টু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও নারী সমাজকর্মীরা।
সভার শুরুতে সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন এবং সকলের সঙ্গে পরিচিত হন। এরপর উপজেলা সমন্বয়কারী শংকর কুমার দাস গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরবর্তীতে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও নাটক প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলে উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুপুরের খাবার ও যাতায়াত সুবিধা প্রদান করা হয়। এরপর ইউপি চেয়ারম্যান ও সভার সভাপতি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী শংকর কুমার দাস।
একই দিনে বিকেল ৩টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে গ্রাম আদালত বিষয়ক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, ইমাম, শিক্ষক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী সমাজকর্মীরা।
সভায় সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকলের সঙ্গে পরিচিত হন। এরপর উপজেলা সমন্বয়কারী দিবাকর মণ্ডল গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়, যা তাদের গ্রাম আদালত সম্পর্কে আরও সচেতন করে তোলে।
পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও নাটক প্রদর্শন করা হয়, যা দেখে উপস্থিত সকলে আনন্দিত হন। সভার শেষ পর্যায়ে দুপুরের খাবার ও যাতায়াত সুবিধা প্রদান করা হয়। সভার সভাপতি আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী দিবাকর মণ্ডল।