আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
রংপুর-১ আসনে (গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক) জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। তিনি এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী পদে দায়িত্ব পালন করেছেন। রংপুর সদর-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলালের নাম।
পীরগাছা-কাউনিয়া নিয়ে গঠিত রংপুর-৪ আসনে প্রার্থী করা হয়েছে রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানকে। মিঠাপুকুর রংপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, যিনি এর আগে মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী জানিয়েছেন, খুব শিগগিরই এ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এটি দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।