লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামের হাফিজুর রহমান মন্ডলের ছেলে আরিফ হোসেন দীর্ঘদিন ধরে বিকাশে ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুর ১টার দিকে একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে খলিলুর রহমান রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খলিলুর রহমান জানান, তার দোকানে ছোট মেয়ে বসে থাকা অবস্থায় আরিফ হোসেন বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে যান। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য কাজিম উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম এবং সাংবাদিক সাহাদাত হোসেনকে জানান। তাদের উপস্থিতিতে আরিফ হোসেন প্রতারণার বিষয়টি স্বীকার করে এবং ১০ হাজার টাকা নেওয়ার কথা প্রকাশ করেন।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে, ১০ হাজার টাকা নিয়েছিলেন এবং তা ফেরত দিয়েছেন।
এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।