আবূ শাহান সেলিম মিয়া , রংপুর:
রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. ঝন্টু আলী, সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), জেলা প্রশাসক কার্যালয়, রংপুর। পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম কাজল ও মো. আতাউর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মাহফূজ উন নবী ডন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মহানগর রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আবূ সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রংপুরআলহাজ্ব মো. তানভীর হোসেন আশরাফী, চেয়ারম্যান, বাংলার চোখ ও তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন
মো. আতিকুল ইসলাম লেলিন, সদস্য সচিব, মহানগর বিএনপি, রংপুর
মো. মুরাদ হোসেন, সদস্য, মহানগর বিএনপি, রংপুর
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে