সাইবুর রহমান সুমন, শার্শা:
যশোরের বেনাপোলে বিশেষ টাস্কফোর্সের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই বিশেষ টাস্কফোর্সের অভিযানে...
১০ জানুয়ারি ২০২৫, বিকেল ৪:৪৫ থেকে ৫:৪৫ পর্যন্ত বেনাপোল বাজারের রহমান চেম্বার মার্কেটে বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু এবং বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ আমির হোসেন।
বিজিবি অধিনায়ক জানান, চোরাচালান দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। তাই চোরাচালান প্রতিরোধ এবং সরকারের রাজস্ব আহরণে সহায়তা করাই বিজিবির প্রধান লক্ষ্য। অবৈধ ভারতীয় পণ্য জব্দের মাধ্যমে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়।