বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড জাকির হোসেন হবির প্রতি শ্রদ্ধাঞ্জলি
যশোর: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্মানিত সদস্য, আজীবন বিপ্লবী ও বীর মুক্তিযোদ্ধা কমরেড জাকির হোসেন হবি-কে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।
তিনি গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রবিবার বেলা ১২টায় তার মরদেহ যশোর শহরের ভোলা ট্যাংক রোডে দলের প্রিয় পার্টি অফিসে আনা হলে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন—
✅ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ (কেন্দ্রীয়, যশোর, নড়াইল, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ)
✅ বাম গণতান্ত্রিক জোট
✅ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
✅ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
✅ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
✅ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
✅ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, যেমন— বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন যশোর, সুরধুনী, কিংশুক সংগীত একাডেমি, কচিকাঁচা পরিষদ, বিপ্লবী যুব মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, নারী মুক্তি পরিষদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ইত্যাদি।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলী, কমরেড নাজিমউদ্দিন ও ইভা বিশ্বাস পরিবারের সদস্য, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমরেড অনিল বিশ্বাসসহ আরও অনেকে।
বাদ জোহর যশোর শহরের শংকরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেজপাড়া তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান ও জানাজায় অংশগ্রহণ করেন—
🔹 কমরেড ইকবাল কবির জাহিদ - বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক
🔹 কমরেড নজরুল ইসলাম ফিরোজ - কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য
🔹 কমরেড নাজিমউদ্দিন, কমরেড গাজী আব্দুল হামিদ, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড তসলিম উর রহমান, কমরেড গাজী নওশের, কমরেড ওমর আলী
🔹 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড ইলাদাদ খান, কমরেড আমিনুর রহমান হিরু, প্রকৌশলী আবু হাসান, কমরেড জলিল
🔹 বাসদের নেতা কমরেড শাহজান আলী, কমরেড হাচিনুর রহমান, কমরেড আক্কাস আলী, কমরেড উজ্জ্বল বিশ্বাস
🔹 জাসদের বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, অশোক রায়, অ্যাডভোকেট আবুল কায়েশ, শরিফ আহম্মেদ বাপ্পি
🔹 ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী
কমরেড জাকির হোসেন হবি বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক আন্দোলনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজীবন শ্রমজীবী মানুষের অধিকার, সাম্যবাদী সমাজ ব্যবস্থা ও বিপ্লবী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার মৃত্যুতে বামপন্থী রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
🌿 তার সংগ্রামী চেতনা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। 🌿
🔖 ট্যাগস: #কমরেড_জাকির_হোসেন_হবি #বাংলাদেশ_বিপ্লবী_কমিউনিস্ট_লীগ #শ্রদ্ধাঞ্জলি #বাম_রাজনীতি #মুক্তিযোদ্ধা