Wednesday, November 5, 2025

টাঙ্গাইলে ১৫৮ অ’বৈধ ইটভাটার মধ্যে বারবার অ’ভিযানে মাত্র ৭টি! নিঃ’স্ব মালিকরা

Date:

Share post:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলায় ১৫৮টি অবৈধ ইটভাটা থাকলেও বারবার মোবাইল কোর্টের শিকার হচ্ছে মির্জাপুর উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নের মাত্র ৭টি ইটভাটা। এসব ইটভাটা বন্ধ করে দেওয়ায় মালিকরা নিঃস্ব হয়ে পড়েছেন এবং ঋণের বোঝায় দিশেহারা হয়ে গেছেন।

জানা গেছে, ২০২৩ সালে পতিত জমিতে এসব ইটভাটার নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ে জমা দেওয়া হয়। একই বছরের ফেব্রুয়ারিতেই নির্মাণকাজ শেষ হয়। ইটভাটাগুলো হলো—বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি অ্যান্ড বি ব্রিকস, সনি ব্রিকস ও রান ব্রিকস।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেন, আর কোনো নতুন ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। প্রশাসনের ধারণা, যেহেতু এই ৭টি ইটভাটায় তখনও আগুন দেওয়া হয়নি, তাই এগুলো নতুন। এরপর ১২ ডিসেম্বর প্রথম দফায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিটি ইটভাটাকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে ৯ জানুয়ারি ২০২৫ তারিখে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়। সবশেষে ৩ ফেব্রুয়ারি প্রশাসনের নির্দেশে ইটভাটাগুলো সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়।

এতে করে ইটভাটা মালিকরা চরম বিপাকে পড়েছেন। তারা সবাই কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন, অনেকে পাওনাদারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব ইটভাটায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করতেন, যাদের অগ্রিম লক্ষ লক্ষ টাকা দাদন দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকেও ইটভাটাগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ইটভাটা মালিকরা প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনে অনুরোধ জানিয়েছেন, অন্তত এক বছরের জন্য তাদের ইটভাটাগুলো চালানোর অনুমতি দেওয়া হোক, যাতে তারা কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারেন।

মানবাধিকার কর্মী মো. সোহেল রানা প্রশ্ন তুলেছেন, “টাঙ্গাইলে এতোগুলো অবৈধ ইটভাটা থাকলেও কেন শুধু এই ৭টি ইটভাটার বিরুদ্ধে বারবার মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে? যদি অবৈধ ইটভাটা বন্ধ করতে হয়, তাহলে সবগুলো বন্ধ করা উচিত।”

তিনি সরকারের কাছে মানবিক বিবেচনায় এক বছরের জন্য এই ইটভাটাগুলো চালানোর অনুমতি দেওয়ার অনুরোধ জানান, যেহেতু মালিকরা নিজেরাই বলেছেন, এক বছর পর তারা নিজ উদ্যোগেই এগুলো বন্ধ করে দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...