পাইকগাছা, খুলনা প্রতিনিধি:
পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের দীর্ঘদিনের অনুপস্থিতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যার সমাধানের দাবিতে শিক্ষার্থীরা পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
রবিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা ইসলাম (রিতু) অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ মে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধান শিক্ষিকা মাসে মাত্র একদিন স্কুলে আসেন। তিনি বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিনসহ প্রশাসনিক কার্যক্রমে কোনো ভূমিকা রাখেন না।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা জেলার তৎকালীন শিক্ষা উপপরিচালক কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. সামছুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ ও সহকারী পরিদর্শক বাবুল সরদার বিদ্যালয়ে এসে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। তখন সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলেও লিখিত আদেশ না আসায় সংকট আরও গভীর হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন,
🗣️ “আমরা অভিভাবকরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত এই অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চাই।”
সংবাদ সম্মেলনে দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা তানহা জেরিন মৌ, তৃষা মণ্ডল, নবম শ্রেণির জারিন তৌফা এশা, আকসারা নেওয়াজ, মৃত্তিকা মণ্ডল, অষ্টম শ্রেণির সুমাইয়া তাবাসসুম, অশ্মি নিঝুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।