
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মতো আধুনিক মানের খাবার ও বিনোদন কেন্দ্র ‘ক্যাফে সাজেক ভ্যালি’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রৌমারী সি.জি. জামান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে ক্যাফেটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু
- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক
- উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ
- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা
- উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহা জালাল রানা
- সাবেক ছাত্রনেতা রুমান, ওলিদ বিন বকুল, শামীম আহমেদ
- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু
- ইউপি সদস্য সাইফুল ইসলাম
- উপজেলা বিএনপির সদস্য আলমেছ হোসেন ভোলা
- বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামান
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুবিধাসমূহ
‘ক্যাফে সাজেক ভ্যালি’-এর স্বত্বাধিকারী মো. সাইদুর রহমান বলেন,
“এখানে উন্নতমানের খাবারের পাশাপাশি বিনোদনেরও সুব্যবস্থা রয়েছে। সকলেই পরিবার-পরিজন নিয়ে এখানে আসতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে এখানে কোনো অসামাজিক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
স্থানীয়দের আশা, এই বিনোদন কেন্দ্রটি রৌমারীর মানুষের জন্য এক নতুন মাত্রা যোগ করবে।